PicsArt Premium App দিয়ে অসাধারণ ফটো এডিটিং করুন || Premium PicsArt Apk

PicsArt অ্যাপ কি? এবং কিভাবে কাজ করে বিস্তারিত গবেষণা করা হলো

আসসালামু আলাইকুম, বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভাল আছেন | 

Picsart Photo Editing App কি?

আমরা সকলেই কোন না কোন ভাবে ফটো এডিটিং এর সাথে জড়িত, যেমন : সাধারণ ডিজাইন থেকে শুরু করে পার্সোনাল ফটো এডিটিং পর্যন্ত আমরা সীমাবদ্ধ নই । এখন যুগ এতটাই ডিজিটাল হয়ে গিয়েছে যে, picsart photo editing app এর মাধ্যমে আপনি নিমিষেই আপনার ফটোগুলোকে খুব সুন্দরভাবে প্রফেশনাল এর মত করে এডিট করতে পারবেন।  এবং আপনাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইউটিউব, এবং ইনস্টাগ্রাম এর জন্য, থাম্বনেল ডিজাইন করতে পারবেন ।


আমরা সকলেই জানি ইউটিউব এর মধ্যে থাম্নেল শতকরা ৯০% ভূমিকা রাখে, আর তখনই আপনার ভিডিওটি বেশি সংখ্যক লোক দেখতে আগ্রহ প্রকাশ করবে, যখন কিনা আপনার ভিডিওর মধ্যে থাম্বনেল হবে খুবই সুন্দর। 


আপনারা যারা মোবাইল দিয়ে ইউটিউবিং এর এ টু জেড কাজ করতেছেন তারা খুব সহজেই picsart photo editing সফটওয়্যার দিয়ে youtube এর থাম্বনেল খুব সুন্দর ভাবে ডিজাইন করতে পারবেন । 


ছবি এডিট করার সফটওয়্যার আপনারা যারা মোবাইল ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের অনেকেরই কম্পিউটার বা ল্যাপটপ থাকে না। আর কম্পিউটারে Adobe Photoshop, Adobe Lightroom এর মতো সফটওয়্যার ব্যবহার করতে ভালো কনফিগারেশন দরকার হয়।

যাদের এরকম কনফিগারেশন এর পিসি নেই তারা হতাশ হবেন না কারন আপনার হাতে থাকা মোবাইল দিয়েই Color Grading, Background Removal থেকে শুরু করে অসাধারণ কিছু কাজ করতে পারবেন।



প্রিমিয়াম অ্যাপস কেন ব্যবহার করবেন ?


প্রিমিয়াম এপস গুলোর অনেক অনেক সুবিধা রয়েছে যেমন- ওয়াটার মার্ক থাকে না । 

এবং কোন প্রকার ads এর ঝামেলা পোহাতে হয় না, তাই আপনাদের জন্য আমি আজকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে নিয়ে এসেছি picsart photo editing app


কেন PicsArt App বেস্ট?  

picsart photo editing app হলো একটি ব্যাপক আলোচিত ফটো এডিটিং অ্যাপ, যা ব্যবহারকারীদের চলতে ফিরতে যেকোনো সময় ফটো এডিটিং এর জন্য সহায়তা করতে পারে । 


PicsArt App এর মুখ্য সুবিধা কি?


 1. ফটো এডিটিং টুলস : আপনার ফটোগুলির রেশিও খুব সহজেই সিলেক্ট করে নিতে পাড়বেন, যেটামা আমরা সহজে ফ্রেম হিসাবে ধরে থাকি এখানে রয়েছে - ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, সহ অরো অনেক ফ্রেম।  


2. উজ্জ্বলতা : এই টুলটির মাধ্যমে আপনি, আপনার কালো ফটোকে সুন্দর চকচকে ঝকঝকে বানিয়ে নিতে পাড়বেন | এবং আপনি আপনার ইচ্ছে মতো লাইট এটযাস্ট করিয়ে নিতে পাড়বেন ।  


3. ফিস্টার : আমি আগে ভাবতাম হয়তো যারা tiktok ভিডিও বানায়, তারাই শুধু ফিল্টার ব্যবহার করতে পারে । বা ভিডিওর মধ্যেই শুধু ফিল্টার ব্যবহার করা যায় কিন্তু এখন দেখি ব্যাপারটা পুরো উল্টো এই PicsArt Photo Editing App অ্যাপসটি দিয়ে আপনি আপনার মনের মতো করে ফিল্টার অ্যাপ্লাই করতে পারবেন । 


 4. কালার গ্রেডিং : আমরা সকলেই জানি ন্যাচারাল ফটো দেখতে তেমনটা আকর্ষণীয় মনে হয় না । 

একটি ফটো তখনই স্বয়ংসম্পূর্ণ রূপ নেয় যখন কিনা সেটাকে কালার গ্রেডিং করা হয় । 

কালার গ্রেডিং করার ফলে আপনার ফটোটি প্রফেশনাল এর মত দেখতে দেখা যায় । 

মনে হয় যেন আপনি আপনার ফটোটিকে DSLR, ক্যামেরা দিয়ে শুট করেছেন। 

    

5. Photo - তে টেক্সট এড করা : এই সকল কাজের পাশাপাশি আপনি আপনার ফটোতে টেক্সট অ্যাড করতে পারবেন । টেক্সট এড করার ক্ষেত্রেও অনেক সুবিধা রয়েছে, এখানে আপনি আপনার মনের মতো করে অনেক স্টাইলিশ ফন্ট দ্বারা আপনার Photo Editing কে আরো নেক্সট লেভেলে এগিয়ে নিয়ে যেতে পারেন। এছাড়াও আপনি এখানে আপনার মন মত করে কাস্টম ফন্ট এড করারও অপশন পেয়ে যাবেন 


6. ব্যাকগ্রাউন্ড রিমুভ : আমরা যারা ইউটিউবে থাম্নেল মেকিং এর কাজ করি, তাদের ম্যাক্সিমাম সময়ই  ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে, তাই আপনি remove.bg থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ না করেও, PicsArt Photo Editing App এর মাধ্যমে নিমিষেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করিয়ে নিতে পারেন। 


 7. স্টিকার ব্যাবহার : ক্লিপআর্ট এবং স্টিকারগুলির একটি বিশাল লাইব্রেরি রয়েছে ৷ সেখান থেকে আপনি আপনার মন মত ফটোতে মজাদার এবং অদ্ভুত সকল স্টিকার ব্যবহার করতে পারেন ।


8. ভিডিও এডিটিং ইন PicsArt App : PicsArt App সাধারণত ফটো এডিটিং এর উপরে বেজ করে তৈরি করা হয়েছে, কিন্তু আপনি চাইলে এটি দিয়ে ভিডিও এডিট করতে পারেন, কিন্তু এখানে ভিডিও এডিট করতে চাইলে নেক্সট লেভেলের এডিট সম্ভব না, PicsArt Photo Editing App আপনি সিম্পিল কিছু এডিটিং করতে পারবেন, যেমন : ভিডিওতে স্টিকার এড করা, ভিডিওতে টেক্সট এড করা, ভিডিওর মধ্যে এক্সপেক্ট রেশিও পরিবর্তন করা  ইত্যাদি ।


9. PicsArt Photo Editing GIF : আপনি আপনার ফটোটিকে এডিট করার পর যদি চান সেটিকে gif  আকারে সেভ করতে, তাহলে সেটিও সম্ভব, আপনি ফটোটি সেভ করার পর দেখতে পাবেন য,  আপনি কত স্তরে ফটোটিকে এডিট করেছেন  । 


10. গোপন টুলস : PicsArt App এ এমন কিছু লুকানো টুলস বা টুলস এর ব্যবহার রয়েছে তা আমরা অনেকেই জানিনা । আপনি যদি ফটো এডিটিং এর বস হয়ে উঠতে চান তাহলে অবশ্যই একটু টুলস গুলোর ব্যাবহার আপনাকে জানিতে হবে ।  



 PicsArt Photo Editing App এর অসুবিধা গুলি কি?

PicsArt Android app এর কিছু ডিস অ্যাডভান্টেজ রয়েছে, আপনি এই অ্যাপসটি দিয়ে হাই গ্রাফিক্সের কোন ফটো এডিট করতে পারবেন না, এবং আপনি ভালো মানের কোন থ্রিডি অ্যানিমেশন করতে পারবেন না, এছাড়াও এক বা একাধিক লেয়ার নিয়ে কাজ করতে পারবেন না । এবং আপনি এই মোবাইল সফটওয়্যারটি দিয়ে পিএসডি ফাইল তৈরি করতে পারবেন না, যেটাকে আমরা plp ফাইলও বলে থাকি ।


আপনি নরমাল কিছু কাজে এই অ্যাপ ব্যাবহার করতে পাড়েন, আপনি যদি ভেবে থাকেন যে আমি এই সকল সাধারণ নোবাইল এপ্লিকেশন দিয়ে হাই গ্রাফিক্স কাজ করবো, যা অনলাইনে ফিলান্সিং এর কাজ করবো । তাহলে আপনি ভুল ভাবছেন এই অ্যাপ গুলো দিয়ে সিম্পল কিছু কাজ করা যায় যেমন ইউটিউবের থাম্বনেল ডিজাইন, ফটোর সাইজ ছোট বড় করা, ফটোর রেসিও পরিবর্তন করা, এছাড়াও ফটোতে স্টিকার ব্যাবহার করা ইত্যাদি । তাই আপনি যদি ভাল মানের একজন গ্রাফাইক্স ডিজাইনার হতে চান তাহলে আপনি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন শিখুন, এর পর ওডবি ফটোশপ, ইলেস্টেটর, এই সকল জিনিসের খুটিনাটি ভালভাবে শিখুন তাহলেই আপনি একজন দক্ষ ডিজাইনার হিসাবে অনলাইন মারকেটপ্লেস এ কাজ করতে পাড়বেন ।

PicsArt Photo Editing App : এই অ্যাপটি আপনারা আমাদের techgrue.com ওয়েবসাইটটি থেকে ডাউনলোড করতে পাড়বেন না । কারণ আমরা শুধু অ্যাপ রিভিউ করে থাকি, এবং অ্যাপ এর হাইলাইট বিষয় গুলি আপনাদের সামনে তুলে ধরি ।

 

PicsArt Photo Editing App আপনি অনেক ওয়েবসাইটে পেয়ে যাবেন, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পাড়েন।



শেষ কথা : আপনি আমাদের ওয়েবসাইটটি ভালো ভাবে ঘুরে দেখতে পারেন । এখানে রয়েছে

টেকনোলজি রিলেটেড এ টু জেড, টিপস, ট্রিকস, বাস্তব অভিজ্ঞতা, এবং টেকনোলজি রিলেটেড বিভিন্ন সমস্যার সমাধান, এছাড়াও রয়েছে টেক রিলেটেড সমস্ত প্রকার আপডেট নিউজ, আর এছাড়াও আকর্ষণীয় বিষয় হচ্ছে যে, আমরা সকল প্রকার প্রিমিয়াম এপস গুলো আপনাদেরকে ফ্রিতেই প্রোভাইড করতেছি । তাই আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন সুস্থ জীবন গড়ুন ।  

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম