বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম 2024
Bkash দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার পদ্ধতি: আসসালামু আলাইকুম, বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম পোষ্টে আপনাদের স্বাগত্বম। আশা করি মহান আল্লাহ্ ত’য়ালার রহমতে আপনার সবাই অনেক ভালো এবং সুস্থ্য আছেন। আজকের পোষ্টে আপনাদের সাথে Bkash app বা Bkash দিয়ে বিদ্যুত বিল দেবার পদ্ধতি সর্ম্পকে আলোচনা করব।
কয়েক বছর আগে এমন একটা সময় ছিল যখন বিদ্যুৎ (palli bidyut bill) বিল দেবার জন্য আমাদের সারাদিন বিদ্যুৎ অফিসে ঘোরাঘুরি করতে হত। কিন্তু এখন বিদ্যুৎ ই-সেবা ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাবে যাবতীয় সেবা। online এ বিদ্যুতের অনেকগুলো সেবা পাওয়া যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে সুবিধার সেবাটি হলো ঘরে বসে বিকাশে বিদ্যুত বিল দেওয়া। এখন ঘরে বসেই খূব সহজেই Bkash এর মাধ্যমে বিদ্যুত বিল দেওয়া যায়।
আপনি এখন Bkash থেকে ‘Pay Bill’ ফিচার এর মাধ্যমে সরাসরি ইলেক্ট্রিসিটি (Electricity Bill) ও অন্যান্য বিল পেমেন্ট বিকাশ করতে পারবেন। এই নতুন Bkash ফিচারটির মাধ্যমে ডেসকো (স্মার্ট প্রি-পেইড এন্ড পোস্টপেইড), পল্লীবিদ্যুৎ, নেসকো এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের Payment খুব সহজে Bkash করতে পারবেন। সবকিছু সিম্পল করে দিয়েছে বিকাশ।
বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
Banking কার্যক্রমকে আপনার হাতের মুঠোয় নিয়ে আসতে এবং জীবনকে একদম সহজ করে তুলতেই যাত্রা শুরু করে বিকাশ (Bkash)। তারই ধারাবাহিকতায় বিকাশ (bkash) নিয়ে এসেছে ‘পে বিল’ সার্ভিস। আপনার পল্লী বিদ্যুৎ বিল দিতে আর কষ্ট করতে হবে না। এখন ‘Pay Bill’ সার্ভিস-এর মাধ্যমে ঘরে বসেই online palli bidyut bill বিকাশ করুন আপনার সুবিধামতো, যেকোনো সময়।
সরাসরি বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম:
Electricity bill payment by bkash
- প্রথমে আপনি *২৪৭# ডায়াল করবেন।
- একিটি ম্যানু চলে আসবে, ম্যানু থেকে আপনি ৫ নাম্বরে থাকা Pay Bill এ ক্লিক করবেন।
- প্রথমেই থাকা Electricity সিলেক্ট করুন।
- ১ চেপে Palli Bidyut সিলেক্ট করুন।
- তারপর Make Payment সিলেক্ট করুন।
- ১ চেপে একাউন্ট নাম্বার সিলেক্ট করুন।
- পল্লিবিদূত বিলে উল্লেখিত এসএমএস নিাম্বারটি দেন।
- বিলের মাস ও বছর দিন।
- পল্লিবিদ্যূত বিলে উল্লেখিত এমাউন্ট নাম্বার দিন।
- Pin number দিয়ে সাবমিট করলেই বিল (bill) দেওয়া হয়ে যাবে।
- প্রথমে আপনি *২৪৭# ডায়াল করবেন।
- একিটি ম্যানু চলে আসবে, ম্যানু থেকে আপনি ৫ নাম্বরে থাকা Pay Bill এ ক্লিক করবেন।
- প্রথমেই থাকা Electricity সিলেক্ট করুন।
- ১ চেপে Palli Bidyut সিলেক্ট করুন।
- তারপর Make Payment সিলেক্ট করুন।
- ১ চেপে একাউন্ট নাম্বার সিলেক্ট করুন।
- পল্লিবিদূত বিলে উল্লেখিত এসএমএস নিাম্বারটি দেন।
- বিলের মাস ও বছর দিন।
- পল্লিবিদ্যূত বিলে উল্লেখিত এমাউন্ট নাম্বার দিন।
- Pin number দিয়ে সাবমিট করলেই বিল (bill) দেওয়া হয়ে যাবে।
আপনার কাজ শেষ। এখন আপনার Mobile ফোনে দুইটা SMS আসবে। প্রথমটি আপনার Request গ্রহণ করা হয়েছে তা জানাবে এবং দ্বিতীয়টিতে আপনার bill পরিশোধ সম্পন্ন হয়েছে জানিয়ে একটি TRX ID লেখা থাকবে। এখন আপনি সেই TRX ID নাম্বারটি আপনার সেই মাসের বিলের উপর Bill পরিশোধের তারিখ সহ লিখে রাখুন।
একজন Bkash গ্রাহক এক মাসে সর্বোচ্চ পাঁচবার পল্লী বিদ্যুৎ Bill প্রদান করতে পারবেন।
এসএমএস একাউন্ট নাম্বারধারী প্রত্যেক পল্লী বিদ্যুৎ কাস্টমার Bill copy কিংবা সংশ্লিষ্ট কাগজপত্রে উল্লিখিত ৬ ডিজিটের কাস্টমার আইডি নাম্বার দিয়ে Pay bill ট্রানজেকশন করতে পারবেন।
Bkash ব্যবহারকারীদের জন্য ‘পে বিল’ একটি নতুন সেবা, যার মাধ্যমে তারা Bkash Account ব্যবহার করে সকল ধরনের প্রতিষ্ঠানের Bill পরিশোধ করতে পারবেন।
বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
Check Bill: আপনার বিল পরিশোধ হয়েছে কিনা তা জানতে আপনি বিকাশ ব্যাবহার করতে পারেন। বিকাশ দিয়ে আপনি সহজেই কয়েক মিনিটের মধ্যে বিদ্যুৎ বিল চেক করতে পারেন। একজন Bkash গ্রাহক তার বিলিং Account No: ও Bill প্রদানের তারিখ দিয়ে বিলারের বিদ্যুৎ বিল-এর পরিমাণ Check করতে পারবেন। ফলে গ্রাহক বিল প্রদান করার পূর্বে তার সঠিক বিলের পরিমাণ এবং বিলের বিদ্যুৎ বিল পরিশোধ চেক করতে পারবেন।
বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার: বিকাশ কাস্টমার কেয়ার বা বিকাশ হেল্টলাইন নাম্বার হলো 16247 বা ০2-55663০০1 (কম্পেইন নাম্বার)। যেকোনো রবি, Gp, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক এবং টি এন্ড টি Number থেকে যোগাযোগ করা যাবে। অপনি চাইলে ইমেইল করতে পারেন support@bkash.com।
Bkash গ্রাহকদের সুবিধাসমূহ:
- বিকাশ দিয়ে যেকোনো সময়, যেকোনো জায়গা হতে যেকেনো ধরনের Bill সহজেই প্রদান করা যাবে।
- Bill প্রদান করার জন্য গ্রাহককে বিলার নির্ধারিত Point উপস্থিত থাকতে হবে না।
- Bkash Payment প্রদান করার পূর্বেই আপনার বিলের Amount এবং স্ট্যাটাস Check বা বিকাশ বিদ্যুৎ বিল চেক করা যাবে।
- একজন বিকাশ (Bkash) গ্রাহক এক মাসে সর্বোচ্চ পাঁচবার পল্লী বিদ্যুৎ বিল (bill) প্রদান করতে পারবেন।
- SMS একাউন্ট নাম্বারধারী প্রত্যেক পল্লী বিদ্যুৎ কাস্টমার Bill copy কিংবা সংশ্লিষ্ট। কাগজপত্রে উল্লিখিত ৬ ডিজিটের Castomer আইডি নাম্বার দিয়ে Pay Bill Transition করতে পারবেন।
- মোবাইরে মাধ্যমে Bkash দিয়ে কিভাবে বিদ্যুত বিল দিতে হয় না বঝতে যদি কোন অসুবিধা হয় তবে আপনারা video দেখতে পারেন।
আশা করি, আপনাদের বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম Post টি একটু হলেও উপকারে এসেছে। নিজেকে স্মার্ট এবং আপডেট আপডেট রাখতে আমরা প্রতিনিয়তই আপনাদেরকে উপহার দিচ্ছি নতুন নতুন সকল নিউজ আশা করি আপনারা techgrue.com এর সঙ্গেই আছেন, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক সুন্দর লিখেছেন। পড়ে উপকার হলো।
উত্তরমুছুন