ডিলিট হয়ে যাওয়া ছবি কি ফিরে পাওয়া যায় ? । ডিলিট হওয়া ছবি ও ভিডিও ফিরিয়ে আনার সেরা অ্যাপ
ডিলিট হয়ে যাওয়া ছবি কি ফিরে পাওয়া যায়? । ডিলিট হওয়া ছবি ও ভিডিও ফিরিয়ে আনার সেরা অ্যাপ কি আসলে কাজ করে এমন হাজার কথা আমাদের মনে ঘুরে বেড়ায় আজ এই সকল কথা উত্তর আমি আপনাকে দিবো techgrue.com হচ্ছে আপনাদের একান্ত টেক বন্ধু, চলুন শুরু করা যাক
ডিলিট হয়ে যাওয়া ছবি কি ফিরে পাওয়া যাবে?
আপনার মোবাইলের নতুন কিংবা পুড়াতন ছবি ডিলিট হয়ে গিয়েছে এটি ফিরে পাওয়ার জন্য আপনি অনেক চেস্টা কততেছেন সেই তথ্য পুনরায় ফিরিয়ে আনার জন্য । একবার ছবি ডিলিট হয়ে গেলে সেটি আর কখনও ফিরে পাওয়া সম্ভব নয়।
তবে, যদি আপনি কোন কারণে আপনার পারসোনাল ছবি কিংবা ভিডিও ডিলিট করে ফেলেন তাহলে প্রথমে আপনার গুগল ড্রাইভ এ খুজুন, আপনার ভাগ্য ভাল হলে আপনি সেটি আপনার ফোন ম্যামোরি ছাড়াও গুগল ফটো অ্যাপ এর মধ্যে খুজে পেতে পাড়েন ।
ডেটা রিকভারি সেন্টার থেকেও আপনি মেমোরি কাডের ডিলেট হওয়া জিনিস ফিরিয়ে আনতে পাড়বেন । কিন্ত সেজন্য আপনারকে কিছু টাকা খরচ করা লাগতে পাড়ে ।
কারণ আপনার মূল্যবান ডাটা রি কভাড়ি করতে দোকানদারকে অনেক কাজ করতে হবে তাই না, এজন্য শুধু ফ্রি ফ্রি কোন কাজই সম্ভভ না । কারণ কিছু পাইতে হলে কিছু দিতে হয় এটা আমরা সকলেই জানি ।
অ্যাপ ব্যাবহার করে কি ডিলেট হওয়া ফটো পাওয়া সম্ভব ?
প্লে স্টোরে ডাটা রিকভারি করা অনেক অ্যাপ পাওয়া যায়, ডিলিট হওয়া ছবি ও ভিডিও ফিরিয়ে আনার সেরা অ্যাপ, ডিলিট হয়ে যাওয়া ছবি কিভাবে পাওয়া যাবে, ডিলিট হওয়া ছবি ও ভিডিও ফিরিয়ে আনার সেরা অ্যাপ, আরো নাম না জানা অনেক অ্যাপ পাবেন, কিন্ত আসলেই সেগুলি তেমন কাজের না ।
এই অ্যাপ গুলি দিয়ে আমি অনেক চেস্টা করেছিলাম কিন্ত ফেইল হয়েছি , আপনি যদি ভেবে থাকেন যে এই অ্যাপগুলি ডাউনলোড করে, আপনার হারিয়ে যাওয়া ফাইল রিকভারি করবেন তাহলে শুধু আপনার সময় দেয়া বেকার ছাড়া আর কিছুই হবে না ।
হার্ডডিস্ক এর ডেটা রিকভারি করা কি যায় ?
অনেকের মধ্যেই অনেকের মনে কনফিউশন থাকে যে হার্ডডিস্ক এর ডেটা রিকভারি করা কি আসলেই সম্ভব কি না । এই কনফিউশন এর সঠিক উত্তর আমরা খুজে পাই না, তাই অনেকেই বিভিন্ন ধরণের রিকভারি সফটওয়ার দিয়ে ডাটা রিকভার করার চেষ্টা করি কিন্ত দিন শেষে ব্যর্থ হই এই সকল সস্তা জাভা স্কিপ দিয়ে কোডিং করা যাইল দিয়ে ডাটা রিকভার করা সম্ভব নাহ।
আপনি শুনলে অবাক হবেন যে হার্ডডিস্ক এর ডেটা রিকভারি করা ৯৫ ভাগ সম্ভব । ২০২৪ সালে এসে এখন অনেক ডিজিটাল ও নতুন সফটওয়ার বেড় হয়েছে, এবং কিছু অত্যাধুনিক মেশিন যা নিমিষেই আপনার ডিলেট হয়ে যাওয়া ডেটা রিকভারি করতে সক্ষম । চাইলেই আপনি হার্ডডিস্ক থেকে রিমুভ হয়ে যাওয়া মুল্যবান ডাটা রিকভার করতে পারেন।
তবে এ ক্ষেত্রেও সেটা নির্ভর করে কি কন্ডিশনে আপনার ডাটা মিসিং হয়েছে, নরমালি ডিলিট নাকি ফরমেট না হার্ডড্রাইভ নষ্ট, এই সকল দিক সঠিক ভাবে বিবেচনা করে একটা প্রফেশনাল টেকনিশিযান আপনার ডাটা ফিরিয়ে আনতে পারবে ।
হার্ডডিস্ক ডাটা রিকভারি কারা করে?
হার্ডডিস্ক এর ডাটা রিকভারি করার জন্য অনেক ভাল মানের প্রতিষ্ঠান রয়েছে এবং তারা অনেক অবিজ্ঞ ও দক্ষতার সাথে কাজ করে থাকে । এই সম্পর্কে আপনি গুগল করে দেখতে পারেন, যে আপনাদের জেলায় এমন আধুনিক ল্যাব আছে কি না, যারা আপনার ডাটাকে সঠিকভাবে রিকভার করে দিতে পাড়বে ।
Google Photos ব্যাবহার করে আপনার ফটো সুরক্ষিত রাখুন ঃ
আপনার মবাইলে Google Photos অ্যাপ ইনস্টল না থাকলে এখুনি ইনস্টল করুন এখানে বিনামূল্যে ফোনের সব ছবি ও ভিডিয়ো আপলোড করা যাবে।
আপনার সকল ছবি ও ভিডিয়ো আপলোডে করার জন্য গুগল ফটো 15 GB স্টোরেজ বিনামূল্যে দেয় । যেহেতু Google অ্যাকাউন্টে একই স্টোরেজ ব্যবহার হয় তাই Google Drive, ও Google Photos সহ মোট 15 GB পাওয়া যায়।
তবে 15 GB স্টোরেজ শেষ হলে পরে অতিরিক্ত স্টোরেজ কেনা যায়। Google Photos এ অটোমেটিক ব্যাকআপ এনেবেল করলে ফোন স্টোরেজ থেকে কোনও ছবি অথবা ভিডিয়ো ডিলিট হলে তা খুব সহজেই খুঁজে পাওয়া যাবে ।
মেমরি কার্ড থেকে ডিলিট হওয়া ডেটা কি পুনরুদ্ধার করা সম্ভব ?
হ্যা মেমরি কার্ড থেকে ডিলিট হওয়া ফাইল পুনরায় রিকভারি করা সম্ভব কিন্ত কিছু কন্ডিশন রয়েছে
- প্রথমে আপনি শিয়র হয়ে নিন যে আপনার মেমরি কার্ড থেকে ফাইল গুলি ডিলেট হয়ে গিয়েছে ।
- ডিলেট হওয়ার পড় পুনড়ায় মেমরি কার্ড এ নতুন ফাইল আপলোড দেয়া থেকে বিরতো থাকুন ।
- অবশ্যই ডিলেট হওয়ার ৭ দিন এর মধ্যে রিকভারি করার চেস্টা করুন ।
- মেমরি কার্ড থেকে ডিলিট হওয়া ফাইল রিকভারি করতে অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ লাগবে ।
- এর পড় Wondershare Recoverit সফটওয়্যার টি ডাউনলোড করে ইনস্টল করুন ।
- ৬। এবারে আপনি সফলভাবে ডাটা রিকভাড়ি করতে সক্ষম ।
মন্তব্য : আমরা সকলেই জানি যে আমাদের ডাটা কতটা গুরুত্বপূর্ণ, তাই এই ডেটাগুলি ডিলিট হওয়ার ক্ষেত্রে আপনার কোন ভাবে ঘাবড়ে না গিয়ে, সঠিকভাবে ডাটা রিকভারি করতে থাকুন ইনশাআল্লাহ সক্ষম হয়ে যাবেন, ধন্যবাদ।