মোবাইলে অতিরিক্ত গেম খেললে কি কি ক্ষতি হয় || কিভাবে বুঝবেন আপনি গেমস এডিক্টেড হয়েছেন
শিরোনাম ঃ আজকাল আমদের সকলের কাছেই স্মাট ফোন রয়েছে, যা অনেকের কাছে অনেক গুরুত্বপূর্ণ কিন্ত শতকরা ৭০ ভাগ মানুষ আছে যারা শুধু মোবাইল ফোন ক্রয় করে গেমস খেলার জন্য । কিন্ত অতিরিক্ত গেমস খেলার ফলে অনেক ক্ষতি হয় । এগুলো ব্যাপারে আমরা অনেকেই সচেতন না, তাই এখনে আপনি জানতে পাড়বে মোবাইলে অতিরিক্ত গেম খেললে কি কি ক্ষতি হয় । (বিস্তারিত আলচনা ঃ)
ভিডিও গেম খেলার কি কি অপকারিতা ?
১. চোখের সমস্যাঃ নিজের অনান্তে অনেল লম্বা সময় ধরে গেম খেলার ফলে চোখের সমস্যা করতেছেন । আমরা সাধারণত গেমিং মোবাইল কেনার সময় বেশি বাজেটের মোবাইল ক্রয় করি যাতে ফোনে গেমস খেলে অনেক শান্তি পাওয়া যায় । সেজন্য দামি মোবাইলের সাথে প্রায়ই দামি ডিস্প্লে দিয়ে থাকে কোম্পানি গুলো, আর সেই ডিস্প্লেগুলো হয় সুপার এমুলেড, তাই আমরা যখন অধিক সময় ধরে গেম প্লে করি তখন, ডিস্পেলের হাই ব্রাইটনেস আমাদের চোখের অনেক বেশি ক্ষতি করে থাকে ।
যদি দেখেন চোখ দিয়ে পানি পড়তেছে বা মাথা ব্যাথা কততেছে, চোখে ঝাপসা দেখা যাচ্ছে, চোখ জ্বালা করতেছে, তাহলে বুঝে নিবেন যে গেমস খেলার ফলে এগুলি হচ্ছে । তাই অল্প বয়সে চোখের ক্ষতি না করতে চাইলে মোবাইলে গেমস কম খেলবেন ।
২. চিন্তা শক্তি কমে যাওয়াঃ কোন কিছুই অতিরিক্ত খারাপ, আর যেটাকে আমরা অতিরিক্ত বলি গেম খেলার কারণে মানুষের চিন্তা শক্তি কমে বিশেষ করে বাচ্ছাদের সৃজনশীল মেধা শক্তি হ্রাস পায়।
ফলে লেখা পড়া তাড়াতারি ভুলে যায় এবং নতুন কিছু খেয়াল রাখার দক্ষতা কমে যায়, সেই সাথে লেখা পড়ায় অমনোযোগী হওয়া, পিতা মাতার অবাধ্য হওয়া, সময় মতো খাবার না খাওয়া, সময় মতো গোসল না দেওয়া। এর ফলে পরিক্ষার রেজাল্ট খারাপ হয়, এবং ছেলে মেয়ে লেখে পরা ছেরে দিয়ে বেকার হয়ে যায় আর এর ফলে দেশে বেকারত্বের সৃষ্টি হয়।
৩. মেজাজ খিটখিটে হয়ে যাওয়াঃ যখন আমরা মোবাইলে গেমস খেলি তখন আমরা আমাদের সম্পূর্ণ মনোযোগ গেমসের দিকেই দিয়ে দেই । এবং কিছু ক্ষেত্রে যেখা যায়, আমাদেরকে কেউ ডাকলে আমরা তারপ্রতি অনেক বিরক্ত প্রকাশ করি । এবং কখনো অনেক বাজে ব্যাবহারও করে থাকি এতে করে সম্পর্ক নস্ট হয় ।
৪. সামাজিক মূল্যবোধ নষ্টঃ মোবাইল গেমে অতিরিক্ত আসক্ত একজন ছেলে বা মেয়ে সাধারণত বাহিরের সবকিছু থেকে নিজেকে অনেকটা আলাদা রাখে, এর মুল কারন তারা সময় পায় না ।
আর এর সময় না পাওয়ার পিছনে কারন হচ্ছে গেমস, তাই সে মোবাইলের ছাড়া বাহিরের অন্য কিছু কল্পনা করতে পারে না।
এর কারণে সে তার মা, বাবার অবাধ্য, লেখা পড়ায় অনিহা পাড়াপ্রতিবেশি ও গুরুজনের দেওয়া শিক্ষা এবং আদেশ নিষেধ ভূলে যায়। ফলে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হয়ে যায় । সেই জন্য মোবাইল অতিরিক্ত গেম খেলার কারনে অনেক কিছুই নষ্ট হয় ।
৫. বেকারত্বের সৃষ্টি হয়ঃ আজকের শিশুকে আগামি ভবিষ্যত বলা হয়, কিন্তু বর্তমানে সময়ে মোবাইল গেমসের প্রতি প্রতিটা খেলে মেয়েই এতটাই আসক্ত যে তারা তাদের পড়াশোনা, বা সমাজের দায়িত্ব, কর্তব্য কাজকর্ম লেখাপড়া বাদ দিয়ে সারাদিন শুধু মোবাইলের নিয়ে পড়ে থাকে।
গেম খেললে কি মোবাইলের ক্ষতি হয়?
মোবাইলে গেমিং এর ফলে প্রথম যে বিষয়টি আপনি লক্ষ্য করেন সেটি হচ্ছে দেখবেন স্মার্টফোন ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে, এর ফলে ফোনের ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে ।
cpu এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে স্মার্টফোনের হৃদপিণ্ড CPU সকল ধরনের ভিডিও গেম গুলোকে পরিচালনা করে থাকে। এছাড়াও প্রতি সেকেন্ডে মিলিয়ন মিলিয়ন ক্যালকুলেশন এর হিসাব নিয়ন্ত্রণ করে।
3D গ্রাফিক্সের গেমস গুলোতে খুব তাড়াতারি একটির পর একটি গ্রাফিক্স এর ফ্রেম লোড করতে হয় মোবাইলের ডিস্পেলের জন্য । এর কারণে ফাস্ট লোডিং, এর জন্য প্রসেসর এমনকি (Graphics Processing Unit) অর্থাৎ GPU এর ওপর অনেক চাপ পড়ে, এবং খুব দ্রুত গরম হয় ।
ভিডিও গেম কেন মোবাইলকে খুব গরম করে দেয়?
ভিডিও মোবাইলে গেম খেলার কারণে মোবাইল অনেকটা গরম হয়ে যায়, সেই গরম আপনি স্মার্টফোন থেকে সরাসরি রিমুভ করতে পারবেন না।
মোবাইলের গেম খেলার সময় ব্যাটারি যখন কাজ করে তখন পাওয়ার ব্যাবহার করার পাশাপাশি ব্যাটারি নিজেকে ঠান্ডা করতে কিছু সময় নেয় । কিন্তু যখন আমরা অনেক সময় ধরে ভিডিও গেমস খেলি তখন রিতিমতো এর সঙ্গে অনেক কিছু কাজ করায় ।
ফোনের চার্জ তাড়াতাড়ি ফুরায় এবং ব্যাটারি cool down হওয়ার কোন সময়ই পায় না, যার কারণে সে ব্যাটারি গরম হয় । তাই যদি কিছু সময়ের জন্য গেম খেলা বন্ধ করে দেই তাহলে, কিছুক্ষণ এর মধ্যে মোবাইলটি ধীরে ধীরে আবার কুল হয়ে আগের অবস্থায় ফিরে আসবে ।
আমি আপনাকে সাজেস্ট করবো প্রতি ৪০ থেকে ৫০ মিনিট পর পর মোবাইলটি কুল হওয়ার জন্য একটু রেখে দিন, অথবা গেম থেকে একটু বের হয়ে হাটুন বা অন্যকোন কাজ থাকলে সেটি করুন । এবং পরবর্তীতে আবার খেলা খেলুন ।
গেম খেললে কি মোবাইলের পারফরম্যান্স Slow হয়ে যায়?
আপনার মোবাইলের পারফরম্যান্স গেমস খেলার কারণে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে আপনি সেটি কখনো খেয়াল করেছেন কি। ২০০০ সালের পূর্বে যে স্মার্টফোন গুলি ছিল, সেগুলোতে সাধারণ কিছু গেমস খেলা ছিল। যেমন নোকিয়া ১১১০ তে অসাধারণ কিছু গেমস আর সেই গেমস গুলোর জন্যই মূলত মোবাইলগুলি এক সময় অনেক জনপ্রিও ছিল। কিন্তু বর্তমানে প্রযুক্তির উন্নতো হচ্ছে তেমন মোবাইল গুলোতেও নতুন নতুন ফিচার সম্বলিত গেম আসছে। এবং পাশাপাশি মোবাইলগুলোতে 3D গ্রাফিক্সেরও গেমস চলে এসেছে যা সহজেই খেলাও যাচ্ছে ।
বর্তমান থ্রিডি গেমগুলোকে মাল্টিপ্লেয়ার ভাবে খেলতে কিংবা, অনলাইন দিয়ে খেলার জন্য আপনাকে ইন্টারনেট এর কানেক্টেড থাকতে হয় তাহলেই আপনি অন্যদের সঙ্গে গেম অনলাইনে খেলতে পারেন। বেশিরভাগ অনলাইন গেমস ফোনকে গরম করে দেয় ফলে ব্যাটারিও গরম হয় । এখন জানুন ফোন কিভাবে স্লো হয় আপনার মোবাইলক কতটুকু স্লো করবে সেটা নির্ভর করে, আপনার মোবাইলের RAM এর উপর ভিত্তি করে ।
যার র্যাম যত ভাল তার ফোন ততো কম স্লো হবে, ধরুন আপনার মোবাইলের র্যাম হলো 2জিবি। এখন আপনি মোবাইলে একটি হাই গ্রাফিক্স অনলাইন গেম খেলছেন, কিন্ত সেটার পারফেক্ট হলো 4 জিবি র্যাম । যদিওবা সেটি 2 জিবি র্যাম দিয়ে খেলা যায়, কিন্ত এর গলে যদিও প্রসেসর বা GPU একটু আধটু ভালো থাকতো। কিন্ত এই গেমস খেলার কারণে ধীরে ধীরে আপনার মোবাইলের পারফরম্যান্স খারাপ হয়ে যাচ্ছে।
আচ্ছা যখন আপনি গেমসটি খেলছেন তখন মোবাইলে তো ল্যাগ বা স্লো হয়ে আসবেই এটা সাধারণ । এর কারণ হলো মোবাইটি আপনার গেমের সাথে পারফেক্ট নয়, তাই মোবাইল স্লো হয়ে যাচ্ছে ।
আপনার মোবাইলে কত জিবি র্যাম আছে সেটার উপর ভিত্তি করে আপনাকে গেমস ইন্সটল কএওতে হবে, নিশ্চয় আপনি বিষয়টা বুঝে গিয়েছেন ।
People also ask:
অতিরিক্ত গেম খেললে কি হয়?
উত্তরঃ মোবাইলে অতিরিক্ত গেম খেললে অনেক সমস্যা হয় ।
ডিউটির সময় ফোনে গেম খেলে কি ক্ষতি হয়?
উত্তরঃ ডিউটির সময় মোবাইল ব্যাবহারের গলে কাজে ব্যাঘাত ধটে যার ফলে অনেক প্রব্লেম ফেইস করতে হয় আপনাকে ।
মোবাইলে গেম খেলা কি ক্ষতিকর?
উত্তরঃ সেটা নির্ভর করে আপনার ব্যাবহারে উপরে ভিত্তি করে, যে আপনি সেটি কিভাবে চালাচ্ছেন ।
ভিডিও গেম খেলা কি ক্ষতিকর?
উত্তরঃ গেমস খেলা ভাল কিন্ত অতিরিক্ত কিছুই ভাল নয় ।
মন্তব্যঃ পরিশেষ আমি আপনাকে পরামর্শ দিবো, আপনি আপনার প্রফেশনাল কাজের ফাকে গেমস খেলতে পাড়েন, কিন্ত কাজ ছেরে এটিকে একেবাড়েই সিরিয়াসলি নেওয়ার কন মূল্য নেই । নিজে ঠিক থাকুন আপনার সন্তাদের প্রতি নিজির রাখুন, techgrue.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ ।