ভ্রমণপিপাসু মানুষদের সবচেয়ে পছন্দের জায়গার মধ্যে দুটি হল কক্সবাজার এবং কুয়াকাটা। ভার্সিটির পরীক্ষা শেষে বা অফিসের ব্রিজ ছুটি নিয়ে ব্যাগ কাঁধে যে জায়গা গুলোতে যাওয়ার প্ল্যান করে থাকি তার মধ্যে কক্সবাজার এবং কুয়াকাটা অন্যতম।
কিন্তু শুধু ব্যাগ কাঁধে বেড়িয়ে পড়লেই তো হল না, সেখানে গিয়ে কোথায় থাকব, কম দামে ভালো জায়গা কোথায় কোথায় পাওয়া যাবে সে বিষয় ধারনা থাকাও তো জরুরী।
এই আর্টিকেলে আপনি পাবেন কক্সবাজার এবং কুয়াকাটার হোটেল ভাড়া নিয়ে বিস্তর ধারণা। এছাড়া ও জানতে পারবেন ইন্দুবালা ভাতের হোটেল ও আবাসিক হোটেল ভাড়া সম্পর্কে যাবতীয় নতুন নতুন তথ্য।তাই আর দেরী না করে চলুন শুরু করা যাক।
কক্সবাজার হোটেল ভাড়া ২০২৪:
২০২৪ সালে, পর্যটকদের কাছে ভ্রমণ করার জন্য অথবা শিক্ষা সফর উপভোগ করার জন্য প্রথমেই কক্সবাজার তাদের পছন্দের জায়গা হয়ে থাকে।কিন্তু পর্যটকদের রাত যাপন করার জন্য হোটেলের দরকার পরে।কক্সবাজারে বিভিন্ন মানের হোটেল এবং রিসোর্ট রয়েছে।অফসিজন - অনসিজন অনুযায়ী প্রতিটি হোটেলের ভাড়া কম - বেশি হয়ে থাকে। বেশিরভাগ মানুষই কম খরচে হোটেল বুকিং করতে ইচ্ছা প্রকাশ করে।কম খরচের মধ্যে কক্সবাজারে অন্যতম জায়গা হলো কলাতলী যে জায়গায় ফাইভ স্টার হোটেলের পাশাপাশি কম দামি হোটেল রয়েছে।
আজ আমরা ২০২৪ সালে কক্সবাজারের সেরা কয়েকটি হোটেলের ভাড়া সম্পর্কে জানাবো আপনাদের, পাশাপাশি কিছু কম দামি হোটেল সম্পর্কে থাকবে তথ্য।।
সেরা কয়েকটি হোটেল র্যাক রেট :-
- সায়মান বিচ রিসোর্ট ১২৫০০ থেকে ৪৮০০০ টাকা;
- মারমেইড বিচ রিসোর্ট ১৬৭০০ থেকে ৫৭০০০ টাকা;
- জলতরঙ্গ ৮৯২৫ থেকে ৫০০০০ টাকা;
- সি পার্ল বিচ রিসোর্ট ১৩৩০০ থেকে ৪৬৩০০ টাকা
- ;হোটেল সি ক্রাউন ৫০০০ থেকে ৫০০০০ টাকা;
- হোটেল ওশান প্যারাডাইস ১২০০০ থেকে ৯০০০০ টাকা;
- হোটেল রিগ্যাল প্যালেস ৪৫০০ থেকে ১৩০০০ টাকা;
- হোটেল বিচ পার্ক ৪৫০০ থেকে ১৩০০০ টাকা ;
- বসতী বে হোটেল ৪৫০০ থেকে ১৩০০০ টাকা,
সেইলর বিচ রিসোর্ট ৪৫০০ থেকে ১৩০০০ টাকা।( এই ভাড়ার উপর সিজনভেদে ৭০% পর্যন্ত ছাড় পাওয়া যায়)
কক্সবাজারে কলাতলী কম দামি হোটেলের মধ্যে রয়েছে:-
- ১. সিল্যান্ড গেস্ট হাউস কলাতলী
- ২. হোটেল সী ক্রাউন কলাতলী ( বুকিং - ০১৮১৭-০৮৯৪২০)
- ৩. মেরিন ড্রাইভ কলাতলী রোড( বুকিং - ০১৭১১-৭৮৫৩৮১)
- ৪.উর্মি গেস্ট হাউস কলাতলী
- ৫.রোড সী বিচ
- ৬.বিচ হলিউডে গেস্ট হাউস
- কলাতলী
- ৭.ব্লু ওসেন কলাতলী রোড
- ৮.জিয়া গেস্ট হন কলাতলী রোড ( বুকিং -০১৮১৯-৩২১৫৩৮)
- ৯. ডায়মন্ড প্যালেস গেস্ট হাউস কলাতলী রোড সি বিচ এরিয়া
ইন্দুবালা ভাতের হোটেল
ইন্দুবালা ভাতের হোটেল ঐতিহ্যবাহী বাঙালি খাবারের জন্য বেশ জনপ্রিয়। এটি বর্তমানে ঢাকা - পাবনা মহাসড়কের জালালপুর এলাকায় অবস্থিত। তথ্য মতে জানা যায়, সাহিত্য প্রেমিকদের কাছে কল্লোল লাহিড়ার লেখা উপন্যাসের কল্যাণে ২০২০ সাল থেকেই নামটি পরিচিত।
জনপ্রিয় খাবার
ইন্দুবালা ভাতের হোটেলের জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে কুমড়ো ফুলের বড়াভ,বিউলির ডাল,ছ্যাঁচড়া, আম তেল,মালপোয়া, চিংড়ির হলুদ গালা ঝোল, চন্দ্রপুলি এবং কচুবাটা ইত্যাদি প্রাচীন
ঐতিহ্যবাহী খাবার ধরে রেখেছে এই হোটেল।এছাড়াও রয়েছে নারকেল দিয়ে কচুবাটা,আমড়ার চাটনি,নারকেল কুচে মাছের ঝোল,মুড়িঘণ্ট, আম দিয়ে নলা মাছ,পারশে মাছের ঝোল, আম তেলের বেগূণ ভাজা সহ বিভিন্ন ধরনের ভর্তার সুনাম এখন ভোজনরসিকদের কাছে।
পরিবেশন
স্টিলের থালার উপর কলাপাতায় পরিবেশন করা হয় খাবার।এটি আদি বাঙালিয়ানার ঐতিহ্য ফুটে তুলেছে এবং অতিরিক্ত ভাত দেওয়া হচ্ছে স্টিলের বালতি করে।
খরচ
ইন্দুবালা ভাতের হোটেল একটি (১ট) জনপ্রিয় ভাতের হোটেল যার খরচ ৩৫০ টাকা/ ২৬৩ টাকা।
অনেক সময় মানুষ ,ভ্রমণ কিংবা কাজের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং সেখানে পরিচিত কেউ না থাকলে থাকার জন্য সাধারণত আবাসিক হোটেল খুঁজে থাকে।আবাসিক হোটেল গুলোর মধ্যে রয়েছে ওয়েস্টিন ঢাকা, কর্ণফুলী গেস্ট হাউস, এরো লিংক ইন্টারন্যাশনাল লি:, বেঙ্গল ইন হোটেল, গোধূলী গেস্ট হাউস ইত্যাদি। এছাড়া আরো রয়েছে টাইগারগার্ডেন ইন্টারন্যাশনাল হোটেল, হোটেল রয়েল ইন্টারন্যাশনাল, সিটি ইন ইত্যাদি।স
আবাসিক হোটেল ভাড়ার নিয়ম
বর্তমানে আবাসিক হোটেলে থাকতে হলে কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়।যেমন:-- ১. আবাসিক হোটেলের রুম ভাড়া নিতে চাইলে অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে।
- ২.ছাত্র ছাত্রী অথবা সিঙ্গেল ব্যক্তির রুম ভাড়া নিতে হলে জাতীয় পরিচয়পত্র লাগবে।
- ৩.পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
- ৪.বিবাহিত ব্যক্তি রুম ভাড়া নিতে চাইলে জাতীয় পরিচয়পত্র এবং বিয়ের কাগজপত্র দেখাতে হবে।
- ৫.বন্ধু বান্ধবের সাথে রুম ভাড়া নিতে হলে প্রত্যেকের পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন লাগবে।
কম খরচে আবাসিক হোটেল
অনেকে কম খরচে আবাসিক হোটেল ভাড়া নিয়ে থাকে।নিচে কম খরচে আবাসিক হোটেল ভাড়ার উপায়গুলো উল্লেখ করা হলো:-
১. মেইন রোডের পাশে আবাসিক হোটেল গুলোর ভাড়া তুলনামূলক বেশি তাই এই ধরনের হোটেল ভাড়া থেকে এড়িয়ে যাবেন এবং শহরের ভেতরের দিকের আবাসিক হোটেল রুম বুক করার চেষ্টা করবেন।
২. যদি কোনো আবাসিক হোটেল দেখেন ভালোভাবে ডেকরেশন করা কিংকিংবা সুন্দরভাবে সাজানো তাহলে বুঝে নিবেন হোটেলটি এক্সট্রা চার্জ নিবে পর্যটকদের কাছ থেকে।
৩.অনেক সময় হোটেলের মালিক বেশি পরিমান ভাড়া চেয়ে থাকে এই ক্ষেত্রে তাদের সাথে দামাদামি করতে পারবেন।
কুয়াকাটা
কুয়াকাটা বাংলাদেশের পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং এখানে রয়েছে দৃষ্টিনন্দন সৈকত ও মনোমুগ্ধকর সূর্যাস্ত।
কুয়াকাটা হোটেল ভাড়া, ভাড়ার নিয়ম ও লিস্ট:
কুয়াকাটা ভ্রমণ করতে গেলে পর্যটকদের মানসম্মত হোটেল প্রয়োজন হয়; আজ আমরা কুয়াকাটার হোটেল ভাড়া ও হোটেলের নাম এবং কুয়াকাটার সেরা বাজেট বান্ধব হোটেল লিস্ট সম্পর্কে জানতে পারবো।
- ১. হলি হোমস ( পর্যটন করপোরেশন) , কুয়াকাটা
- ফোন: ০১৭১৫-০০১১৪৮৩
- ২. ইয়োথ ইন ( পর্যটন করপোরেশন) কুয়াকাটা
- ফোন: ০৪৪২৮-৫৬২০৭
- ৩.হোটেল স্কাই প্যালেস, পর্যটন এরিয়া, কুয়াকাটা
- ফোন: ০১৭২৭-৫০৭৪৭৯/০১৭২৭-০৩০২৪৮/০১৭১৬-৭৪৯০২৭
- ৪.হোটেল নীলাঞ্জন,রাখাইন মার্কেট, কুয়াকাটা
- ফোন: ০১৭১২-৯২৭৯০৪
- ৫.বিশ্বাস সি প্যালেস হোটেল বেড়ি বাধ কুয়াকাটা
- ফোন: ০১৭৩-০০৯৩৩৫৬
- ৬.সাগর কন্যা রিসোর্ট লিমিটেড পশ্চিম কুয়াকাটা, কুয়াকাটা
- ফোন: ০১৭১১-১৮১৭৯৮
- ৭. হোটেল কুয়াকাটা ইন, সদর রোড, কুয়াকাটা
- ফোন: ০১৭৫-০০০৮১৭৭
- ৮/কিংস হোটেল, সাগর পাড়, কুয়াকাটা
- ফোন: ০১৭১৩-২৭৭৬৩০
কুয়াকাটার সেরা বাজেট বান্ধব হোটেল লিস্ট
- ১. হোটেল সি পার্ল
- ২.হোটেল সিগাল
- ৩. হোটেল ওশেনিয়া
- ১. হোটেল গোল্ডেন স্যান্ড
- ২. হোটেল কুয়াকাটা বিচ রিসোর্ট
- ৩. কুয়াকাটা ভিচ রিসোর্ট এন্ড স্পা।
আমাদের বিভিন্ন জায়গায় ভ্রমণ ও কাজের উদ্দেশ্যে আরামদায়ক রিসোর্ট ও আবাসিক এলাকা এবং মনোরঞ্চকর পরিবেশের প্রয়োজন হয়।সেইক্ষেত্রে বাংলাদেশে বিভিন্ন সুযোগ সুবিধা সম্পন্ন বিভিন্ন রিসোর্ট ও আবাসিক হোটেলের ব্যবস্থা রয়েছে, তাই দেরী না করে বুকিং করুন এবং উপভোগ করুন প্রতিটা মুহুর্ত।
Tags:
অনলাইন সেবা